মাইক্রোওয়েভে ভাত গরম করো, কিন্তু শুকনো নয়! এই একটুকু ট্রিকেই বদলে যাবে সব !

তুমি কি কখনও মাইক্রোওয়েভে ভাত গরম করো আর দেখো যে ভাতটা শুকনো হয়ে গেছে, যেন প্লাস্টিকের মতো লাগছে? 😩
তাহলে শোনো একটা ছোট হ্যাক তোমার ভাত বাঁচাবে 💡

👉 শুধু ভাতের সাথে একটা বরফের টুকরা বা ভেজা টিস্যু পেপার রেখে মাইক্রোওয়েভে দাও।
১ মিনিট পরে বের করে দেখো নরম, ফ্লাফি ভাত, একদম নতুন রান্নার মতো! 🍚

কেন কাজ করে: বরফ বা ভেজা পেপার থেকে আসা বাষ্প ভাতের ভিতরে আবার আর্দ্রতা ফিরিয়ে দেয়।

তুমি কি এটা ট্রাই করেছো? নিচে কমেন্টে জানাও কাজ করলে একটা 😍 ইমোজি দিও!

Microwave Rice Without Drying It Out One Ice Cube Trick You’ll Love !

Ever reheated rice in the microwave and ended up with something dry and hard like pebbles? 😅
Here’s a tiny kitchen hack that fixes that instantly 💡

👉 Just toss an ice cube (or a damp paper towel) on top of the rice before microwaving it.
After a minute, boom soft, steamy, fluffy rice again! 🍚

Why it works: The steam from the ice (or towel) adds moisture back into the rice while heating.

Try it today and tell me in the comments did it work for you? Drop a 😍 if yes!


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *